積分

演出藝人
Zubeen Garg
Zubeen Garg
演出者
Akriti Kakkar
Akriti Kakkar
演出者
Dev
Dev
演員
Koel Mallick
Koel Mallick
演員
詞曲
Jeet Gannguli
Jeet Gannguli
作曲
Prasen
Prasen
作詞
製作與工程團隊
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
製作人

歌詞

প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত-সকাল লিখছে তোর হাতে নাম
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত-সকাল লিখছে তোর হাতে নাম
প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুইও ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
ইচ্ছেরা মেলেছে আজ ডানা
তোর সাথে পালাতে নেই মানা
ভেঙে দে সব সীমানার লাগাম
ইচ্ছেরা মেলেছে আজ ডানা
তোর সাথে পালাতে নেই মানা
ভেঙে দে সব সীমানার লাগাম
প্রেম কী বুঝিনি, আগে তো খুঁজিনি
আজ কী হলো রে আমার
তুইও ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এ মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয়, চলে আয়, আমার কাছে আয় (আয়-আয়-আয়)
Written by: Jeet Gannguli, Prasen
instagramSharePathic_arrow_out

Loading...