積分
演出藝人
Rajkumar Roy
演出者
詞曲
Kanu Ghosh
作曲
歌詞
সবুজ সবুজ দেশ আমার
(সবুজ সবুজ দেশ আমার)
সোনা সোনা দেশ আমার
(সোনা সোনা দেশ আমার)
সবুজ সবুজ দেশ আমার
সোনা সোনা দেশ আমার
রক্ত বুকের দেশ, এ যে
স্বপ্ন গড়ার দেশ, এ যে স্বপ্ন গড়ার দেশ
সবুজ সবুজ দেশ আমার
ঢোল বাজে, করতাল বাজে, আরও বাজে কাঁসা
(তা-ধিন তা-ধিন-ধিন কোমর বেঁধে নাচে জীবন আশা)
ঢোল বাজে, করতাল বাজে, আরও বাজে কাঁসা
(তা-ধিন তা-ধিন-ধিন কোমর বেঁধে নাচে জীবন আশা)
ও, এই দেশেতে পাখির গানে মাতন জাগে রে
এই দেশেতে পাখির গানে মাতন জাগে রে
রংবেরঙের ফুলের সাজে ভুবন সাজে রে
মিষ্টি মিষ্টি দেশ আমার
(মিষ্টি মিষ্টি দেশ আমার)
বৃষ্টি বৃষ্টি দেশ আমার
(বৃষ্টি বৃষ্টি দেশ আমার)
মিষ্টি মিষ্টি দেশ আমার
বৃষ্টি বৃষ্টি দেশ আমার
রক্ত বুকের দেশ, এ যে
স্বপ্ন গড়ার দেশ, এ যে স্বপ্ন গড়ার দেশ
সবুজ সবুজ দেশ আমার
এই দেশেতে নানান ভাষা, নানান সুরে গানে
এক হয়ে সব জোট বাঁধে এক জাতি এক প্রাণে
(এই দেশেতে নানান ভাষা, নানান সুরে গানে)
(এক হয়ে সব জোট বাঁধে এক জাতি এক প্রাণে)
ও, এই দেশেতে কত তুফান, এলো কত ঝড়
এই দেশেতে কত তুফান, এলো কত ঝড়
ভেঙে যাওয়া স্বপ্ন জাগে, বাঁধে নতুন ঘর
শান্তি শান্তি দেশ আমার
(শান্তি শান্তি দেশ আমার)
ক্রান্তি ক্রান্তি দেশ আমার
(ক্রান্তি ক্রান্তি দেশ আমার)
শান্তি শান্তি দেশ আমার
ক্রান্তি ক্রান্তি দেশ আমার
রক্ত বুকের দেশ, এ যে
স্বপ্ন গড়ার দেশ, এ যে স্বপ্ন গড়ার দেশ
সবুজ সবুজ দেশ আমার
(সবুজ সবুজ দেশ আমার)
সোনা সোনা দেশ আমার
(সোনা সোনা দেশ আমার)
সবুজ সবুজ দেশ আমার
(সবুজ সবুজ দেশ আমার)
সোনা সোনা দেশ আমার
(সোনা সোনা দেশ আমার)
Written by: Kanu Ghosh