積分
演出藝人
Ghaashphoring Choir
演出者
詞曲
Bappa Mazumder
作曲
Armeen Musa
編曲
製作與工程團隊
Faizan R Ahmad Buno
混音師
歌詞
তোমার বাড়িতে যাই
কেউ তা জানে না
না বাতাস কাক-পক্ষি
ইট ভাঙ্গা পথ
কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ।।
তোমার বাড়িতে যাই
থাকো কি থাকো না
কিবা আসে যায়
স্পর্শ করি ওমনি তোমার বালিশে
ঘ্রাণ নেই তোমার ছায়ায়।
হাত ধরে বসে থাকি
চেয়ে অপলক
কত না কত প্রহর
এই ভাবে রাত যায় আমার
যায় দিন আসে
বিপন্ন সে নগর।
Written by: Bappa Mazumder, Sanjib Chowdhury

