音樂影片
音樂影片
積分
演出藝人
Apeiruss
演出者
Muttaque Hasib
主唱
Sheikh Shafi Mahmud
音樂總監
詞曲
Sheikh Shafi Mahmud
詞曲創作
製作與工程團隊
Apeiruss
製作人
Sheikh Shafi Mahmud
母帶工程師
歌詞
হয়তো নতুন নয় যা তোমাকে শোনাবো
বলেছে অনেকে তোমায় ভালোবাসবো
চাই না তোমাকে ক্ষণিকের জন্য
রোজ দুজনে ভোর একসাথে দেখবো
জানি আমি প্রথম নয় তোমারি
অযথা আবেগে কথা বলিনি
হাতটা ধরে দেখো একটি বার
থাকবো আমি হয়ে শেষ প্রেম তোমার
হতে চাই হতে চাই আমি শেষ তোমার
শুরুটা না হলেও হবো শেষ তোমার
হতে চাই হতে চাই আমি শেষ তোমার
শুরুটা না হলেও হবো শেষ তোমার
প্রতিশ্রুতি দিয়ে আমি হারিয়ে যাবো না
এঁকেছি কতোনা স্বপ্ন, থাকবো দুজনা
যতো দূরে যাও না কেনো
পাবে এখানেই আমায়
ভুলে থাকা দায় তোমাকে
জুড়ে আছো এই ভাবনায়
জানি আমি প্রথম নয় তোমারি
অযথা আবেগে কথা বলিনি
হাতটা ধরে দেখো একটি বার
থাকবো আমি হয়ে শেষ প্রেম তোমার
হতে চাই হতে চাই আমি শেষ তোমার
শুরুটা না হলেও হবো শেষ তোমার
হতে চাই হতে চাই আমি শেষ তোমার
শুরুটা না হলেও হবো শেষ তোমার
Written by: Sheikh Shafi Mahmud