積分

演出藝人
Sadman Sakib
Sadman Sakib
演出者
Tune Hut
Tune Hut
演出者
詞曲
Mohammad Saiem Al Hasan
Mohammad Saiem Al Hasan
詞曲創作

歌詞

আঁধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
যাদুমাখা মুখটি তোমার দেখলে ভরে মন
আদর করে ডাকো যখন ওরে খোকা শোন
বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
তোমার মত এত আদর কেউতো করে না
সবার থেকে প্রিয় তুমি তুমি চমার মা
চলে যদি যাও কখনো রেখে যেওনা
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না
ও গো মা ও গো মা ওগো মা ওগো মা ।
Written by: Mohammad Saiem Al Hasan
instagramSharePathic_arrow_out

Loading...