積分
演出藝人
Folk Studio Bangla
演出者
Malabi Banerjee
聲樂
詞曲
Rabindranath Thakur
詞曲創作
Rabindranath Tagore
作詞
Gagan Harakara
作曲
Argha Banerjee
編曲
製作與工程團隊
Argha Banerjee
混音師
歌詞
[Chorus]
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 1]
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 2]
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 3]
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
Written by: Gagan Harakara, Rabindranath Tagore, Rabindranath Thakur