積分

演出藝人
Shreya Ghoshal
Shreya Ghoshal
演出者
Aneek Dhar
Aneek Dhar
演出者
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
演出者
詞曲
Aneek Dhar
Aneek Dhar
作曲
Pranjal
Pranjal
詞曲創作
Rivo
Rivo
詞曲創作
製作與工程團隊
Jeetz Filmworks Private Limited
Jeetz Filmworks Private Limited
製作人

歌詞

রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
মেঘ, তোর সঙ্গে যাবো, নেশাতে প্রাণ জুড়াবো
এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে?
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
চোখেরই কাজলে, আধভেজা চুলে
বেসামাল করেছে আমায়
আবেগের আলোয় ভেসে উড়ে চল মেঘের দেশে
চারিদিক বৃষ্টি, মাটির গন্ধে ভরেছে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
Written by: Aneek Dhar, Pranjal, Rivo
instagramSharePathic_arrow_out

Loading...