積分
演出藝人
Habib Wahid
演出者
詞曲
Habib Wahid
作曲
Saki Ahmed
詞曲創作
Laser Vision
編曲
製作與工程團隊
Laser Vision
製作人
歌詞
মনে কর যেন তুমি আমি
নির্জনেতে বসে আছি
রাত নেমেছে আজ নতুন আলোয়
জোছনাতে পাশাপাশি
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি
মনে কর যেন তুমি আমি
নির্জনেতে বসে আছি
রাত নেমেছে আজ নতুন আলোয়
জোছনাতে পাশাপাশি
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি
মনে কর যেন তুমি আমি
নির্জনেতে বসে আছি
রাত নেমেছে আজ নতুন আলোয়
জোছনাতে পাশাপাশি
চেয়ে দেখো ঐ চাঁদও জেগে রয়
ভালবাসার রাত পাহারায়
চাইছি দুজন যেনো রাত না ফুরায়
অকারনে নিরবতায়
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি
তুমি আছো আমি আছি
ভালবাসায় মাতামাতি
তোমার আমার স্বপ্ন হয়ে
উড়ছে দেখ প্রজাপতি
Written by: Habib Wahid, Saki Ahmed