album cover
Jhap
9
Pop
Jhap 由 Sangeeta Complex 於 2012年10月10日發行,收錄於專輯《 》中Na onko
album cover
專輯Na onko
發行日期2012年10月10日
標籤Sangeeta Complex
旋律
原聲音質
Valence
節奏感
輕快
BPM65

積分

演出藝人
Biplob
Biplob
演出者
詞曲
Arman Khan
Arman Khan
詞曲創作

歌詞

ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
Written by: Arman Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...