Lyrics

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out