Music Video

Credits

PERFORMING ARTISTS
Bappi Lahiri
Bappi Lahiri
Performer
Alka Yagnik
Alka Yagnik
Performer
COMPOSITION & LYRICS
Bappi Lahiri
Bappi Lahiri
Composer
Pulak Banerjee
Pulak Banerjee
Songwriter

Lyrics

বালিতে তোমার নাম লিখে দেবো জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে ফুলেতে তোমার নাম লিখে দেবো রোদে জ্বলে যাবে রোদে জ্বলে যাবে হৃদয়ে তোমার নাম লিখে দেবো বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে হোক বদনাম তবু তোমার কাছে আমি আসবো যতটা বেসেছি ভালো, তার চেয়ে বেশি ভালোবাসবো লাভটা কি হবে? লোকেরা সবাই যে চোখ রাঙাবে চোখ রাঙাবে বালিতে তোমার নাম লিখে দেবো জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে ফুলেতে তোমার নাম লিখে দেবো রোদে জ্বলে যাবে রোদে জ্বলে যাবে হৃদয়ে তোমার নাম লিখে দেবো বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে কাজ নেই ভালোবেসে, আমরা অচেনা হয়ে থাকবো মাঝে মাঝে শেষ রাতে স্বপ্নে তোমায় কাছে ডাকবো লাভটা কি হবে? সূর্য ওঠে এসে ঘুম ভাঙাবে ঘুম ভাঙাবে বালিতে তোমার নাম লিখে দেবো জলে ধুয়ে যাবে জলে ধুয়ে যাবে ফুলেতে তোমার নাম লিখে দেবো রোদে জ্বলে যাবে রোদে জ্বলে যাবে হৃদয়ে তোমার নাম লিখে দেবো বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে
Writer(s): Bappi Lahiri, Pulak Banerjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out