Lyrics

খাঁচা ছেড়ে যায় রে পাখি খাঁচা ছেড়ে যায় রে পাখি অচেনা কোন দেশে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে কতদিন কতরাত হৃদয় গভীরে রেখেছি তোরে আমি যত্ন করে কতদিন কতরাত হৃদয় গভীরে রেখেছি তোরে আমি যত্ন করে বুক ভরা ব্যথাই শুধু দিলি অবশেষে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে খাঁচা ছেড়ে যায় রে পাখি খাঁচা ছেড়ে যায় রে পাখি অচেনা কোন দেশে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে কোন রঙেরই স্বপ্ন দেখে হয়ে গেলি পর এক নিমিষেই ওলটপালট করলি অন্তর কোন রঙেরই স্বপ্ন দেখে হয়ে গেলি পর এক নিমিষেই ওলটপালট করলি অন্তর কোন ভরসায় মেললি পাখা দূর পরবাসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে খাঁচা ছেড়ে যায় রে পাখি খাঁচা ছেড়ে যায় রে পাখি অচেনা কোন দেশে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে ভুল তো করেছি আমি তোরে ভালবেসে
Writer(s): Monir Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out