Music Video

Chokh Tumar Bole
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Andrew Kishore
Andrew Kishore
Performer
COMPOSITION & LYRICS
R.D. Burman
R.D. Burman
Composer
Gauri Prasan Majumdar
Gauri Prasan Majumdar
Lyrics

Lyrics

ওহ, চোখ তোমার বলে, "হ্যাঁ" মুখে কেন বলো, "না?" বলো না, বলো না চোখ তোমার বলে, "হ্যাঁ" মুখে কেন বলো, "না?" আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো, সুন্দরী গো, এ কী ছলনা! চোখ তোমার বলে, "হ্যাঁ" মুখে কেন বলো, "না?" আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো, সুন্দরী গো, এ কী ছলনা! চোখ তোমার বলে, "হ্যাঁ" মুখে কেন বলো, "না?" এ রাগ নয়— অনুরাগ কতো যে আর জ্বালাবে ধরা তুমি না দিয়ে ভেবেছো কি পালাবে? হো-ও-ও এ রাগ নয়— অনুরাগ কতো যে আর জ্বালাবে ধরা তুমি না দিয়ে ভেবেছো কি পালাবে? হো, তবু তুমি কেন যে জেদে থেকে টলো না? আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো, সুন্দরী গো, এ কী ছলনা! হো, চোখ তোমার বলে, "হ্যাঁ" মুখে কেন বলো, "না?" দেবো না যেতে তোমায় শুনবো না কোনো বারণ মন দিতে বাঁধা কোথায়? লজ্জাই তার কি কারণ? দেবো না যেতে তোমায় শুনবো না কোনো বারণ মন দিতে বাঁধা কোথায়? লজ্জাই তার কি কারণ? হো, দূরে কোনো নিরালায় যাই, ওগো, চলো না আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো, সুন্দরী গো, এ কী ছলনা! হো, চোখ তোমার বলে, "হ্যাঁ, হ্যাঁ" মুখে কেন বলো, "না?" হুম, মনে যে নেশা ধরায় তোমারই রূপের ফাগুন ভেঙে যে সুখের বাসর জ্বেলো না বুকে আগুন মনে যে নেশা ধরায় তোমারই রূপের ফাগুন ভেঙে যে সুখের বাসর জ্বেলো না বুকে আগুন হো, প্রেমেরই এই প্রদীপে আলো হয়ে জ্বলো না আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো সুন্দরী গো, এ কী ছলনা! হো, চোখ তোমার বলে, "হ্যাঁ, হ্যাঁ" মুখে কেন বলো, "না?" আরে, দেখা হলে রাগে জ্বলে অমন করে কেন চলে যাও? বলো সুন্দরী গো, এ কী ছলনা! হো, চোখ তোমার বলে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ" মুখে কেন বলো, "না?"
Writer(s): R.d. Burman, Gauri Prasan Majumdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out