Music Video

Tor Kotha - Darshan Raval | Tera Zikr | Bengali Version
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Darshan Raval
Darshan Raval
Performer
COMPOSITION & LYRICS
Darshan Raval
Darshan Raval
Composer
Ambarish Majumdar
Ambarish Majumdar
Lyrics

Lyrics

কেন কাছে তুই এলি যদি আবার চলে যাবি বল কেন তাহলে স্বপ্ন দেখালি আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে তোর সাথে ছিল বাকি কত কথা, বলবো একদিন একাকী নিজের সাথে করেছি তোর গল্প সারাদিন তোর কথা আসে ফিরে ফিরে পথ হারানোর সব কবিতায় আমি তোকে নিয়ে যাবো আবার রূপকথার সেই বাড়িতে আয় ফিরে আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে
Writer(s): Darshan Raval, Ambarish Majumbar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out