Music Video

Oi Malati Lata Dole - Binota Bose
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Binota Roy
Binota Roy
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Lyrics

Lyrics

ওই মালতীলতা দোলে, দোলে পিয়ালতরুর কোলে ওই মালতীলতা দোলে পুব-হাওয়াতে মালতীলতা দোলে, দোলে পিয়ালতরুর কোলে ঐ মালতীলতা দোলে মোর হৃদয়ে লাগে দোলা ফিরি আপনভোলা মোর হৃদয়ে লাগে দোলা ফিরি আপনভোলা মোর ভাবনা কোথায় হারা মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে ওই মালতীলতা দোলে, দোলে জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী কোন নিভৃত বাতায়নে জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী কোন নিভৃত বাতায়নে সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী তোমারে কী যায় বলে ওই মালতীলতা দোলে, দোলে পিয়ালতরুর কোলে ওই মালতীলতা দোলে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out