Music Video

Ei Meghla Dine Ekla | Audio | Hemanta Mukherjee | Gauriprasanna Mazumder
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Hemanta Mukherjee
Hemanta Mukherjee
Lead Vocals
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Songwriter

Lyrics

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? যুঁথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া যুঁথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ? শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ?
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out