Music Video

Credits

PERFORMING ARTISTS
Bangla Five
Bangla Five
Performer
COMPOSITION & LYRICS
Sina Hasan
Sina Hasan
Lyrics
PRODUCTION & ENGINEERING
Anik Ahammed
Anik Ahammed
Mixing Engineer

Lyrics

এই চেনা শহর, চেনা সময় সময় গড়ালে অচেনাও হয় এই তোমায় নিয়ে আমি ভাবি তোমায় অনেক চিনে ফেলেছি আসলে কি করেছি? তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি এই ভালোবাসা দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায় যখন দূরে দূরে থাকো তুমি তখন অনেক ভালোবেসে ফেলি, হায় আসলে কি বেসেছি? তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি এই চেনা রাস্তা, চেনা বাস-ট্রেন চেনা অচেনা, হায় দেখি সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে বইতে বইতে যেমন জল কেমনে কেমনে কেমনে সব এক হয়ে যায়? সুখ-দুখ কষ্টের পাহাড়ের ঝরনার মতো বয়ে চলা মানুষদের আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না আমি ডাকি না, না কি ডাকি? আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না আমি চিনি না, না কি চিনি? কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি কাউকে ভালোবাসি না, আবার বোধ হয় বাসি কাউকে ভালোবাসি না, আবার বোধ হয় বাসি কাউকে আমি ডাকি না, আবার বোধ হয় ডাকি কাউকে আমি ডাকি না, আবার বোধ হয় ডাকি কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি
Writer(s): Dinastia Market Inc Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out