Music Video

Monta Katha Sonena | Kidnap | Dev | Rukmini Maitra | Goldie Sohel | Palak Muchhal | Jeet Gannguli
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Jeet Gannguli
Jeet Gannguli
Performer
Goldie Sohel
Goldie Sohel
Performer
Palak Muchhal
Palak Muchhal
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Raja Chanda
Raja Chanda
Songwriter
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Producer

Lyrics

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে তাইতো ঘুম আসে না, বড্ড একা লাগে অগোছালো মন, শোনে না বারণ তোকে ছাড়া ভাল্লাগে না অগোছালো মন, শোনে না বারণ তোকে ছাড়া ভাল্লাগে না মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে আসা-যাওয়া, খুঁজে পাওয়া মন গোপনে দুরুদুরু বুকে শুরু তোর কারণে ওহ, আসা-যাওয়া, খুঁজে পাওয়া মন গোপনে দুরুদুরু বুকে শুরু তোর কারণে তোর নাম এই বুকে রাখব লিখে তুই ছাড়া ভাল্লাগে না মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ এলোমেলো কথাগুলো রাখ গুছিয়ে আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে এলোমেলো কথাগুলো রাখ গুছিয়ে আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে তোর নাম এই বুকে রাখব লিখে তুই ছাড়া ভাল্লাগে না মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে তাইতো ঘুম আসে না, বড্ড একা লাগে অগোছালো মন, শোনে না বারণ তোকে ছাড়া ভাল্লাগে না অগোছালো মন, শোনে না বারণ তোকে ছাড়া ভাল্লাগে না ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ ও-ও-ও-ও-ওহ
Writer(s): Jeet Gannguli, Raja Chanda Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out