Music Video

Credits

PERFORMING ARTISTS
Anupam Roy
Anupam Roy
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Songwriter

Lyrics

শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে, কি না যাবে আমার সাথে ঘুম ভাঙ্গে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম ঘুম ভাঙ্গে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম! শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে, কি না যাবে আমার সাথে খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি তবেই তোমার কথা, কলকাতা, কলকাতা সব কিছু মেনে নিতে পারি কেন এ অসম্ভবে, ডেকে আনো আমাকে ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদ ডাকে কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে, কি না যাবে আমার সাথে
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out