Music Video

Credits

PERFORMING ARTISTS
Keshab Dey
Keshab Dey
Performer
COMPOSITION & LYRICS
Avi Roy
Avi Roy
Songwriter
Tapas Roy
Tapas Roy
Arranger
PRODUCTION & ENGINEERING
Keshab Dey
Keshab Dey
Producer

Lyrics

তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়া নেবে জান । কোন দোষেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান । ওও তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়া নেবে জান । কোন দোষেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান । ফিরবি নাকি তুই কোনোদিন থাকব বল আর এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুঁই । আমায় কেনো বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই । ওও আমায় কেনো বুঝলিনা রে তুই এখনো আমার রাতের জোৎস্না টা তুই বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকব দুজন তোর কথাটা তুইতো রাখলি না । জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় রাখলি না । বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকব দুজন তোর কথাটা তুইতো রাখলি না । জগৎটারে ভুইলা আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় ডাকলি না । ফিরবি না তুই আর কোনোদিন থাকবো বল আর এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুঁই । আমায় কেনো বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই । আমায় কেনো বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই । এমন করে কইরা গেলি পরানটারে ফালা । হাজার জনম যাবে আমার যাবে নারে জ্বালা । এমন করে কইরা গেলি পরানটারে ফালা । হাজার জনম যাবে আমার যাবে নারে জ্বালা । ফিরবি নাকি তুই কোনোদিন থাকবো বল আর এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুঁই । আমায় কেনো বুঝলি না রে তুই আমার রাতের জ্যোৎসনাটা তুই । আমায় কেনো বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই । আমায় কেনো বুঝলি না রে তুই
Writer(s): Avi Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out