Music Video

05. Amar Naam Oshukh - Shonar Bangla Circus
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Shonar Bangla Circus
Shonar Bangla Circus
Performer
COMPOSITION & LYRICS
Shonar Bangla Circus
Shonar Bangla Circus
Composer
Saad Chowdhury
Saad Chowdhury
Songwriter
Dewan Anamul Hasan
Dewan Anamul Hasan
Songwriter
Probar Ripon
Probar Ripon
Lyrics
Seth Panduranga Blumberg
Seth Panduranga Blumberg
Songwriter
Shakil Haque
Shakil Haque
Songwriter
PRODUCTION & ENGINEERING
Saad Chowdhury
Saad Chowdhury
Mixing Engineer
Dewan Anamul Hasan
Dewan Anamul Hasan
Mixing Engineer

Lyrics

আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে বেহেস্তের খামার নামে সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে ডাকতো পরান পাখি নামে তারা যেখানে আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে হেসে হেসে ডাকে Hi, handsome দোজখের বাগান পৃথিবীর সব ভালবাসার গল্প যদি আমাকে ছুড়ে ফেলে দেয় কোনো নির্জন পরিত্যক্ত গুহা আমাকে কি ডেকে নেবে না? যেখান থেকে ছড়াবে না আমাদের ছোঁয়াচে রোগ-শোক আমার নাম অসুখ আমার নাম অসুখ যেখানে আমি এসেছি এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা যেখানে আমি এসেছি এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা তাদের কাছে জানতে চাইলাম, "কোথায় তোমার গান?" বেহালা বললো, "আমি যে পুড়ছি, এটাই আমার গান" আগুন বললো, "আমি পোড়াচ্ছি, এটাই আমার গান" আমার নাম অসুখ আমার নাম অসুখ তাই সেই মরা তেজী ঘোড়া খুঁজতে বেরলাম পথে কিছুদূর গিয়ে দেখি এক ঈশ্বর কেনা-বেচার হাট নানা আকারের, নানা ধরনের, নানা রকমের ঈশ্বর কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে আমার চোখ কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে মগজ আর সবচেয়ে সুন্দর ঈশ্বর কিনতে হলে দিয়ে দিতে হবে আমার নিজেকেই আমার নাম অসুখ তাই পালালাম বিশ্বাসী-অবিশ্বাসী দু'জনের হাট থেকে আমার নাম অসুখ আমার নাম অসুখ আমার নাম অসুখ
Writer(s): Probar Ripon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out