Music Video

Credits

PERFORMING ARTISTS
Shunno
Shunno
Performer
COMPOSITION & LYRICS
Shunno
Shunno
Composer
Tanvir Chowdhury
Tanvir Chowdhury
Lyrics
PRODUCTION & ENGINEERING
Shaker Raza
Shaker Raza
Producer

Lyrics

ভাগ্য আমায় ছোবল মারে রক্তে বিষের জ্বালা তুমি আমার আঁধার রাতে ১০০ তারার মালা তোমার আমার এই কাহিনি হাজার বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোনো সুরে ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা ছাইড়া গেল স্বজন সুজন তুমি তবু পাশে তোমার মতন এমন করে আর কে ভালোবাসে? তোমার কায়া বড়ো মায়া বটের ছায়া চোখে আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা কালো মেঘে ডুবল আকাশ বজ্র হানাহানি আকাশ জানে তোমায় ভালো বাসি কতখানি কালো মেঘে ডুবলো আকাশ বজ্র হানাহানি আকাশ জানে তোমায় ভালো বাসি কতখানি ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা
Writer(s): Tanvir Chowdhury, Rabbi Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out