Lyrics

মেয়ে... তোমাকে দেখে আমি পাগল হয়েছি পাগল করে তোমার মুখের হাসি ডানা ছাড়াই যেন লাগে পরী সারা সময় তোমায় ভেবে মরি কেন তুমি নাই নাই নাই আমার মনের ঠিকানায় কোনখানে পাই পাই পাই ছেড়ে আছো কোথায় ও মেয়ে তুমি যাইও না আমারে ছাড়িয়া তোমারে না পাইলে আমি যাবো মরিয়া ৷৷ মেয়েতুমি দূরে গেলে লাগে দিলে টান পুড়ে যায় এই মন বাড়ে পিছুটান কাছে আসি আমি ছুটে হয়ে পেরেশান ছায়াহয়ে থাকবো পাশে আসুক ঝড়-তুফান যেন উড়ে যাই যাই যাই তোমার সুখেরই হওয়ায় ভালোবাসি তাই তাই তাই বেঁধে রাখনা আমায় ও মেয়ে তুমি যাইও না আমারে ছাড়িয়া তোমারে না পাইলে আমি যাবো মরিয়া ৷৷ মেয়েতুমি কাছে এলে বলে ফেলি জান কষ্ট লাগে খুব করলে অভিমান ভালোবাসি তোমায় আমি দিয়ে মন-প্রাণ জীবন দিয়ে রাখবো আমি ভালোবাসার মান দেবে কি ঠাঁই ঠাঁই ঠাঁই তোমার চোখের কিনারায়? আরো কাছে চাই চাই চাই আমার মনের আঙিনায় ও মেয়ে তুমি যাইও না আমারে ছাড়িয়া তোমারে না পাইলে আমি যাবো মরিয়া ৷৷
Writer(s): Ar Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out