Music Video

Mondire Aroti | মন্দিরে আরতি | New Song | By Nasir | নাসির | Bangla Romantic Song | Puja Song 2019
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Nasir
Nasir
Performer
COMPOSITION & LYRICS
Mannan Mohammad
Mannan Mohammad
Composer
Delowar Arjuda Sharaf
Delowar Arjuda Sharaf
Songwriter

Lyrics

মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না তুমি আমার জীবনসাথী, চিরদিন করি এই বিশ্বাস তোমাকে না দেখলে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস তুমি আমার জীবনসাথী, চিরদিন করি এই বিশ্বাস তোমাকে না দেখলে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না শুধু তোমার প্রেমের মাঝে সারাক্ষণ থাকে মন মুগ্ধ হৃদয়ে না রাখলে কষ্ট এ বুকে করে যুদ্ধ শুধু তোমার প্রেমের মাঝে সারাক্ষণ থাকে মন মুগ্ধ হৃদয়ে না রাখলে কষ্ট এ বুকে করে যুদ্ধ আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মন্দিরে আরতি, গির্জায় আরাধনা মসজিদে যেয়ে মানুষ করে প্রার্থনা আমি বন্ধ করলে চোখ দেখি শুধু তোমার মুখ তুমি ছাড়া পৃথিবীতে কাউকে চিনি না, কিছুই চিনি না
Writer(s): Delowar Arjuda Sharaf, Jamal Uddin Nasir, Mannan Mohammad, Md Jamal Uddin Naser Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out