Lyrics

মন আমার যেন শুকনো নদী মন আমার যেন শুকনো নদী লাগে না নাও পার হয়ে যাও ইচ্ছে থাকে যদি মন আমার যেন শুকনো নদী মন আমার যেন শুকনো নদী লাগে না নাও পার হয়ে যাও ইচ্ছে থাকে যদি লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও ইচ্ছে থাকে যদি দূর দেশের একটা ভেলা ডাকে তোমায় খোলামেলা দেখো না সুখ মিলে কিনা রইবে বাধাল পাখি হীনা দেখো না সুখ মিলে কিনা ইহকাল অবধি মন আমার যেন শুকনো নদী লাগে না নাও পার হয়ে যাও ইচ্ছে থাকে যদি লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও ইচ্ছে থাকে যদি লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও লাগে না নাও পার হয়ে যাও
Writer(s): Fakir Lalon Shai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out