Music Video

Dhongsher Gaan । ধ্বংসের গান । Maestroo । Official lyrical video
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Rafi Kabir
Rafi Kabir
Songwriter
Abid Ahmed
Abid Ahmed
Songwriter
Shahriar Arosh
Shahriar Arosh
Songwriter
Ashfaque Pranto
Ashfaque Pranto
Songwriter

Lyrics

মুখোশের আড়ালে থেকে দেখি সবই কতদিন এভাবে যাবে ভাবি আমি আদর্শ হারিয়ে পশুর মত হিংস্র সমাজ কোথায় তোমার চেতনার মাতৃভুমি আমারাই বিকৃত সমাজের নির্বোধ শ্রোতা আমরাই সকল জটিলতার নির্বাক ভোক্তা তোমরাই আমাদের থেকে অভিন্ন কিছুনা শোনো ধ্বংসের গান রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার নেই কোনো স্থান মানুষের এই জগতে মনুষত্বের নেই কোনো ঘ্রান লোভের নেশায় মাতাল সবাই চাই চাই চাই শুধু আরো চাই দূষিত পৃথিবীর বাতাসে ধ্বংসের ঘ্রাণ যেন পাই নিষ্ঠুর এই বাস্তবতা ফেলে রেখে অহমের সব মায়াজাল ছিড়ে দিয়ে সকল ঘৃণাকে পরাজিত করে প্রতিবাদ হোক আজ এই গানের সুরে রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার নেই কোনো স্থান মানুষের এই জগতে মনুষত্বের নেই কোনো ঘ্রান
Writer(s): Rafi Kabir Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out