Lyrics

নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি বনলতা, কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা দ্বিধা থরথর মনেই তাই না এসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি জল ভরা মেঘ ওই দু'চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি জল ভরা মেঘ ওই দু'চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি বনলতা, কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা বনলতা, কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি বনলতা, কও কথা, হইয়ো না গো কুন্ঠিতা দ্বিধা থরথর মনেই তাই না এসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি
Writer(s): Sudhin Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out