Music Video

O Shyam Jakhan Takhan With Lyrics | Arati Mukherjee, Sujata Mukherjee
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Aarti Mukherji
Aarti Mukherji
Lead Vocals
Sujata Mukherjee
Sujata Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Sudhin Dasgupta
Sudhin Dasgupta
Composer
Pulak Banerjee
Pulak Banerjee
Songwriter

Lyrics

ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়বো না না না না (ধরলে আজ তোমায় ছাড়বো না) দুহাতে মনের সুখে মাখানো আবির মুখে আজকে এই খেলাতে হারবো না না না আজকে এই খেলাতে হারবো না ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়বো না না না না ধরলে আজ তোমায় ছাড়বো না কোরো না আর সেই চাতুরী ভেঙে দেব জারিজুরি কোরো না আর সেই চাতুরী ভেঙে দেব জারিজুরি লোকেদের মন্দ কথার ধার ধারবো না লোকেদের মন্দ কথার ধার ধারবো না ধরলে আজ তোমায় ছাড়বো না না না ধরলে আজ তোমায় ছাড়বো না ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়বো না না না না ধরলে আজ তোমায় ছাড়বো না বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে এ খেলা মানতে তোমার আর পারবো না এ খেলা মানতে তোমার আর পারবো না ধরলে আজ তোমায় ছাড়বো না না না ধরলে আজ তোমায় ছাড়বো না ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়বো না
Writer(s): Sudhin Dasgupta, Pulak Banerjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out