Lyrics

পার্থিব মায়াজালেতে ভেসে হাসে মেঘ, বিরাগী প্রেম বিদগ্ধ প্রহর শীত শীত অনুভূতিতে আসা অসাড়তা হিম হিম মৌনতাকে ঘিরে লাজে ভেঙ্গে গড়ে অপরুপ পরিণতির ভীত ছাঁচে প্রজাতান্ত্রিক গল্পকার আজ অন্ধ বাহিনী ভেস্তে পড়া কল্পনাতে চেপে শোনায় কাহিনী (অসাধ্য আশা জাগে) আশীর্বাদ হয়ে কারো কি হবে আবির্ভাব? লোভ-ঘৃণার ব্যাকরণ তাতে বদলাবে স্বভাব তাতে বদলাবে স্বভাব নির্বাক ক্ষত এঁকে অনাদরি আকাশে আতশবাজির স্মৃতি সম্মোহিত প্রতীকী বিজয় আবেগের চূড়ায় কে চাপায়? সে চালায় তোমাকে দাগ এঁকে ধরাতে মনুষ্যত্ব যে ঘুমিয়ে তুমিও কি ঘুমাও? অসীমে ফিরে যাও
Writer(s): Aftermath, Navid Iftekhar Chowdhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out