Lyrics

ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে ভালবেসে আমার নিহন্তাকে দুঃস্বপ্নে দু'চোখ শাস্তি যাবজ্জীবন কি করে ভুলি রাজকন্যাকে কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে ভালবেসে আমার নিহন্তাকে কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম আজ নকল লাগে সব সুখের কাহিনী দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী নতুন পরিচয়ে বাড়ে শুধুই গ্লানি হাতড়ায় হাত ছুঁতে চায় যাকে চিনি উফ! কতদিন তোমাকে দেখিনি দেখতেও চাই না এ কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যিই কিছু নেই জীবন জীবিত থাকার অভিনয় কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো কেন করলে এরকম কেন করলে এরকম, বলো
Writer(s): Rupam Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out