Credits

PERFORMING ARTISTS
Shilajeet
Shilajeet
Performer
COMPOSITION & LYRICS
Shilajeet
Shilajeet
Songwriter

Songtexte

ও জীবন রে, ও জীবন
ও জীবন, ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
ও জীবন রে
ও জীবন, ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
ধান ভানে ধানুয়া, ভাই রে
ও জীবন, পড়িয়া রইবে নাড়া
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
ও জীবন রে
ও জীবন, ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
দুইন জনে যুক্তি করিয়া রে
ও বন্ধু, আইলাম ভবের ঘরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
ও জীবন রে, ও জীবন
ও জীবন, ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
ও জীবন রে
ও জীবন
ও জীবন
ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা, জীবন রে
Written by: Shilajeet
instagramSharePathic_arrow_out

Loading...