Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
A'Gun
A'Gun
Performer
COMPOSITION & LYRICS
Ali Akbar Rupu
Ali Akbar Rupu
Composer
Bakiul Alam
Bakiul Alam
Songwriter

Songtexte

জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
ফেরারি স্বপ্নগুলো হৃদয়ে সাজাবে নীড়
বিরহী কষ্ট মুছে ছড়াবে সুখের আবীর
শুধু পাশে থেকো সারাক্ষণ
ওগো বেঁধে রেখো এ বাঁধন তুমি আজীবন
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
খুঁজিনা স্বর্গ কোথাও তোমাকে পেলে পাশে
পূর্ণতা শুধু তুমি জীবনের উপন্যাসে
এসো পূর্ণ করো এ জীবন
সাথী হয়ে থেকে সারাক্ষন তুমি আজীবন
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
জীবনের প্রয়োজনে স্বপ্নের আয়োজনে
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
এই বুকের মাঝে একজন
ছায়া হয়ে আছো সারাক্ষণ সারথি তুমি
Written by: Ali Akbar Rupu, Bakiul Alam
instagramSharePathic_arrow_out

Loading...