Credits

Songtexte

সবুজ ছিলো প্রজাপতির ডানায়
দূর্বা ঘাসে ছিলো রোদের ছিটে
তোমার আমার দৌড়ে যাওয়ার সময়
জোনাকি নয়, মানুষ গেছে জিতে
মানুষ নাকি মাটির মতো নরম
বিষ রয়েছে পোকা-মাকড়, কীটে
এখন দেখি সত্য অনেক কঠিন
ঘাস মরেছে মাটির কংক্রিটে
পাহাড় সমান দুঃখ ছিলো চাপা
নতজানু ঘাসে হলুদ রোগে
নরম মানুষ চোখে রাখে পাহাড়
সবুজ সবুজ স্বপ্ন-সহযোগে
মানুষ নাকি সবুজ নিয়ে বাঁচে
নরম মনে সবুজ-রঙা ফিতে
এখন দেখি সত্য অনেক কঠিন
ঘাস মরেছে মাটির কংক্রিটে
যতই বলো সবুজ ভালোবাসো
মন রেখেছো শিশির ভেজা ঘাসে
সবুজ যখন উড়ছে প্রতিদিনই
কেমন করে ঘুমাও অবকাশে?
মানুষ তুমি হৃদয় নাকি বোঝো?
যাও হারিয়ে সুরেলা সংগীতে
এখন দেখি সত্য অনেক কঠিন
ঘাস মরেছে মাটির কংক্রিটে
সবুজ ছিলো প্রজাপতির ডানায়
দূর্বা ঘাসে ছিলো রোদের ছিটে
তোমার আমার দৌড়ে যাওয়ার সময়
জোনাকি নয়, মানুষ গেছে জিতে
মানুষ নাকি মাটির মতো নরম
বিষ রয়েছে পোকা-মাকড়, কীটে
এখন দেখি সত্য অনেক কঠিন
ঘাস মরেছে মাটির কংক্রিটে
instagramSharePathic_arrow_out

Loading...