Musikvideo

Neel Digante | Shreya Ghoshal | Gotro | Anindya | Nigel Akkara | Manali | Bengali Song 2019
Neel Digante | Shreya Ghoshal | Gotro | Anindya | Nigel Akkara | Manali | Bengali Song 2019 auf YouTube ansehen

Vorgestellt in

Credits

Songtexte

চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে
চলো মুক্তিপথে, চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন
স্বপ্নকুহক করো ছিন্ন
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে
বলো জয়, বলো জয়, বলো জয়
মুক্তির জয় বলো ভাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো দুর্গমদূরপথযাত্রী চলো দিবারাত্রি
করো জয়যাত্রা, চলো বহি নির্ভয় বীর্যের বার্তা
বলো জয়, বলো জয়, বলো জয়
সত্যের জয় বলো ভাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
দুর করো সংশয়শঙ্কার ভার
যাও চলি তিমিরদিগন্তের পার
কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে
চলো দুর্জয় প্রাণের আনন্দে
চলো জ্যোতির্লোকে জাগ্রত চোখে
বলো জয়, বলো জয়, বলো জয়
বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
হও মৃত্যুতোরণ উত্তীর্ণ
যাক, যাক ভেঙে যাক যাহা জীর্ণ
চলো অভয় অমৃতময় লোকে, অজর অশোকে
বলো জয়, বলো জয়, বলো জয়
অমৃতের জয় বলো ভাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই
instagramSharePathic_arrow_out