Credits
Songtexte
আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল
মানবের স্নেহসঙ্গ নে, চল চল আমাদের ঘরে চল
আয় আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল
মানবের স্নেহসঙ্গ নে, চল চল আমাদের ঘরে চল
আয় আয় আয় আমাদের অঙ্গনে
শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে দ্বারে নিয়ে আয়
শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে দ্বারে নিয়ে আয়
শাখায় শাখায় প্রাণ-আনন্দ-কোলাহল
আয় আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল
মানবের স্নেহসঙ্গ নে, চল চল আমাদের ঘরে চল
আয় আয় আয় আমাদের অঙ্গনে
তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার
দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার
তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার
দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার
আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে
আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শ নে
পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারাজল
আয় আয় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল
মানবের স্নেহসঙ্গ নে, চল আমাদের ঘরে চল
আয় আয় আয় আমাদের অঙ্গনে