Musikvideo

Musikvideo

Credits

Songtexte

তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
চমক দিয়ে তাই তো ডাক'
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
instagramSharePathic_arrow_out

Loading...