Credits

Songtexte

অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
আমার বাসনা তবু পুরিল না
দীনদশা ঘুচিল না
অশ্রুবারি মুছিল না
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
দিয়েছ জীবন মন
প্রাণপ্রিয় পরিজন
সুধাস্নিগ্ধ সমীরণ
নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী
দিয়েছ জীবন মন
প্রাণপ্রিয় পরিজন
সুধাস্নিগ্ধ সমীরণ
নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী
এত যদি দিলে, সখা
আরো দিতে হবে হে
এত যদি দিলে, সখা
আরো দিতে হবে হে
তোমারে না পেলে আমি
ফিরিব না, ফিরিব না
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
আমার বাসনা তবু পুরিল না
দীনদশা ঘুচিল না
অশ্রুবারি মুছিল না
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
instagramSharePathic_arrow_out

Loading...