Credits
Songtexte
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা
এখনো গেল না আঁধার
এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা
এখনো গেল না আঁধার
কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা
ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা
এখনো গেল না আঁধার
এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া
এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া
এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে
চকিতে বিজলি আলো চোখেতে লাগাল ধাঁদা
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা
এখনো গেল না আঁধার
Written by: Rabindranath Tagore

