Credits
PERFORMING ARTISTS
Selim Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Shohail Motahir Chowdhury
Songwriter
Songtexte
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
স্মৃতিতে জড়িয়ে থাকা বিরহী সময়
মনের গোপনে রাখা একান্ত বিষয়
স্মৃতিতে জড়িয়ে থাকা বিরহী সময়
মনের গোপনে রাখা একান্ত বিষয়
নীরবে ঘটায় যদি রক্তক্ষরণ
থাকুক বা না থাকুক কোনো কারণ
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
ভুল বুঝে যদি কেউ ফিরায়ও মুখ
গোপনে বেড়ে চলে মনের অসুখ
ভুল বুঝে যদি কেউ ফিরায়ও মুখ
গোপনে বেড়ে চলে মনের অসুখ
পুরোনো বিরহ হলে স্মরণ
ভেঙেচুরে সব বাধা-বারণ
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
হঠাৎ কষ্ট এসে বেদনায় ভরে যদি মন
শুধু এইটুকু মনে রেখো
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
টেলিফোন, আহা-হা
আমাকে করবে টেলিফোন
Written by: Shohail Motahir Chowdhury

