Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
Selim Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Jalal Uddin Kha
Songwriter
Songtexte
তুই যদি আমার হইতি রে
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
আমি হইতাম তোর
কোলেতে বসাইয়া তোরে
করিতাম আদর রে
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
আমি হইতাম তোর
কোলেতে বসাইয়া তোরে
করিতাম আদর রে
তুই যদি আমার হইতি রে
আষাঢ় মাইস্যা ভরার গাঙ্গে
নাচে যে তার পানি
আষাঢ় মাইস্যা ভরার গাঙ্গে
নাচে যে তার পানি
আমার কি আর লয় না রে মনে?
খেলতাম নাও দৌড়ানি রে
তুই যদি আমার হইতি রে
তালগাছের ওই আগায় বাবুই
বানায় চিকন বাসা
তালগাছের ওই আগায় বাবুই
বানায় চিকন বাসা
বাতাস আইলে রঙ্গের দুলে
আমার নাই সেই আশা রে
তুই যদি আমার হইতি রে
গাছের বল হয় শিকড়-বাকড়
মাছের বল হয় পানি
গাছের বল হয় শিকড়-বাকড়
মাছের বল হয় পানি
তুমি আমার শীতের গো কাঁথা
উদলা ঘরের ছানি রে
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
আমি হইতাম তোর
কোলেতে বসাইয়া তোরে
করিতাম আদর রে
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
তুই যদি আমার হইতি রে, ও বন্ধু
তুই যদি আমার হইতি রে
Written by: Jalal Uddin Kha
