Credits
PERFORMING ARTISTS
Shyamal Mitra
Performer
COMPOSITION & LYRICS
Anil Bagchi
Composer
Pronab Roy
Songwriter
Songtexte
ফাগুনের ফুলবনে আজ কে এলো রঙ ছড়ায়ে?
ফাগুনের ফুলবনে আজ কে এলো রঙ ছড়ায়ে?
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
গোলাপের মেহফিলে ঐ কুহু গাহে চাঁদনী রাতে
হৃদয়ের দিলরুবাতে সুর বাজে আর কার সাথে?
তারি সাথে মহুয়ার মিঠা শরাব
মহুয়ার মিঠা শরাব দিলো যে মন ভরায়ে
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
এই যে ফুলবাগিচা
এই যে ফুলবাগিচা, এই আমার স্বর্গ ভূমি
আকাশে চাঁদ জাগে আর মাটির বুকে জাগো তুমি
আকাশে চাঁদ জাগে আর মাটির বুকে জাগো তুমি
কে জানে এই মধুরাত আসবে কিনা ফিরে কভু?
জীবনের পেয়ালাতে মিলনসুধা ঢালো তবু, ঢালো তবু
ক্ষণিকের স্বপ্ন রাখি, ক্ষনিকের স্বপ্ন রাখি
দাও গো আমায় পরায়ে
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
ফাগুনের ফুলবনে আজ কে এলো রঙ ছড়ায়ে?
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
নয়নে রাঙা আবীর কে দিলো গো জড়ায়ে?
Written by: Anil Bagchi, Pronab Roy

