Credits

PERFORMING ARTISTS
Manju Gupta
Manju Gupta
Performer
COMPOSITION & LYRICS
Dwijendralal Roy
Dwijendralal Roy
Songwriter

Songtexte

নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
আবার কেন ঘরের ভিতর
আবার কেন প্রদীপ জ্বালো
নীল আকাশের-
রাখিস না আর মায়ায় ঘিরে
স্নেহের বাঁধন ছিঁড়ে দে রে
উধাও হয়ে মিশিয়ে যাই
এমন রাত আর পাবো না লো
নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
পাপিয়ার ওই আকুল তানে
আকাশ-ভুবন গেল ভেসে
থামা এখন বীণার ধ্বনি
চুপ করে শোন বাইরে এসে
বুকে গিয়ে আসে মরণ
মায়ের মতন ভালোবেসে
এখন যদি মরতে না পাই
তবে আমার মরণ ভালো
নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
সাঙ্গ আমার ধুলা-খেলা
সাঙ্গ আমার বেচা-কেনা
পেয়েছি করে হিসেব-নিকেশ
যাহার যাহা পাওনা-দেনা
এখন বড়োই ক্লান্ত আমি
ও মা, কোলে তুলে নে না
যেখানে ওই অসীম সাদায়
মিশেছে ওই অসীম কালো
নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
Written by: Dwijendralal Roy
instagramSharePathic_arrow_out

Loading...