Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Suchitra Mitra
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Songtexte

ছুটির বাঁশি বাজল, বাজল
বাজল যে ওই নীল গগনে
আমি কেন একলা বসে এই বিজনে
ছুটির বাঁশি বাজল, বাজল
বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি
তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি
শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে
ছুটির বাঁশি বাজল, বাজল
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা
কী মায়াজাল হয় যে বোনা
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা
কী মায়াজাল হয় যে বোনা
ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসে
কান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে
আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে
ছুটির বাঁশি বাজল, বাজল
বাজল যে ওই নীল গগনে
আমি কেন একলা বসে এই বিজনে
ছুটির বাঁশি বাজল, বাজল
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...