Credits
PERFORMING ARTISTS
Brothers in Madness
Performer
COMPOSITION & LYRICS
Brothers in Madness
Composer
Kizzy Tahnin
Lyrics
Songtexte
পাথরগুলো ভাঙছে যখন
তোমার শহর ভরদুপুর
বইয়ের পাতায় আঙ্গুল ছুঁয়ে
তোমার তখন ঘুম উপুড়
পাথর ভাঙা শরীরে জল
তোমার যখন মাতাল ঘুম
ভাঙা পাথর খেলছে জলে
তুমি তখন স্বপ্ন ডুব
পাথর নদীর সূর্য স্নান
তোমার ঘুমের নোনা ঘ্রাণ
ঘুম তোমার পথ হারাচ্ছে
আড়মোড়াতে, সন্ধ্যা জাগছে
জলকেলীতে সূর্যবিদায়
বইয়ের পাতার আঙ্গুল ছুট
তোমার ঘুম ফিরছে পথে
ল্যাম্পপোস্ট ফের আলোর দূত
তুমি এখন তারার সাথে, তাহার সাথে
বইয়ের পাতার বন্ধ মুখ
তোমায় নিয়ে সন্ধে জাগে
দেয়াল বাতির সন্ধ্যে সুখ
পাথরভাঙ্গা নদীর এখন সূর্যডোবা রং
তুমি হয়ে জেগে ওঠা সন্ধ্যের মায়া ঢং
Written by: Brothers in Madness, Kizzy Tahnin