Credits

PERFORMING ARTISTS
Swagata Das Basak
Swagata Das Basak
Performer
COMPOSITION & LYRICS
Pintu Ghatak
Pintu Ghatak
Composer
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

Songtexte

আমার মন মানে না- দিনরজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া
এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে
এ দুটি নয়নে উথলে নয়নবারি
ওগো সজনি
আমার মন মানে না- দিনরজনী
আমার মন মানে না
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি গো
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে
হৃদয় হয় উদাসী কেন না জানি
আমার মন মানে না- দিনরজনী
আমার মন মানে না
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে সখি
বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি
আমার মন মানে না- দিনরজনী
আমার মন মানে না
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...