Credits
PERFORMING ARTISTS
Ariyan Mehedi
Performer
Ahmed Shobuj
Music Director
COMPOSITION & LYRICS
Ahmed Shobuj
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ahmed Shobuj
Producer
Songtexte
কেমন করে বলি তোকে ভালোবাসি
তোর চোখেরই মায়াজালে আমি ভাসি
কেমন করে বলি তোকে ভালোবাসি
তোর চোখেরই মায়াজালে আমি ভাসি
তোকে বলতে চেয়েও আমি বলতে পারি না কিছু আর
তুই যে আমার, শুধু আমার
তুই যে আমার
জানি না কি আছে তোরই মাঝে
বুঝি না কেন যে ভাবি তোকে
জানি না কি আছে তোরই মাঝে
বুঝি না কেন যে ভাবি তোকে
তোর মায়াভরা চোখে যেন আমি হারাই বারেবার
তুই যে আমার, শুধু আমার
তুই যে আমার
কেমন করে বলি তোকে ভালোবাসি
তোর চোখেরই মায়াজালে আমি ভাসি
তোকে বলতে চেয়েও আমি বলতে পারি না কিছু আর
তুই যে আমার, শুধু আমার
তুই যে আমার
Written by: Ahmed Shobuj