Credits
PERFORMING ARTISTS
Tanjib Sarowar
Playback Singer
Sajid Sarker
Music Director
COMPOSITION & LYRICS
Tanjib Sarowar
Lyrics
Sajid Sarker
Composer
PRODUCTION & ENGINEERING
Sajid Sarker
Producer
Songtexte
পথটা দিয়ে হেঁটে গেলে বুঝতে পারি সে যায় যায়
একটু দেখার অজুহাতে পিছু ডেকে লুকিয়ে যাই
যদি বলি ভালোবাসি না, মিথ্যে বলা হবে তা
সত্যি যদি কাছে পাই তাকে শুধু বলে দিতে চাই
আমার ভালো থাকার-
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
ভেতরে বাহিরে কিছু তো ঘটেছে
আমি বুঝাই না এই মনের খবর
ভালো কি সে বাসে, না কি শুধু হাসে
আমি জানি না তার মনের ছলন
যত আমি কাছে যেতে চাই, তবু পা থমকে দাঁড়াই
আমার ভালো থাকার-
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
চোখে তার মায়া, পড়ে এসে ছায়া
আমি ধরতে না পারি তারে
ইচ্ছে করে ছবি তার এঁকে
আমি বাঁধাই করি মনের ঘরে
এই মন সঙ্গ দিলে তার চোখে চোখ রেখে
আমার ভালো থাকার-
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
আমার ভালো থাকার কারণ হয়ে যা
Written by: Sajid Sarker, Tanjib Sarowar