album cover
Protikkha
3.727
Rock
Protikkha wurde am 12. Oktober 2012 von Loyy Records als Teil des Albums veröffentlichtShotto
album cover
AlbumShotto
Veröffentlichungsdatum12. Oktober 2012
LabelLoyy Records
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM66

Credits

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Monirul Alam
Sheikh Monirul Alam
Composer

Songtexte

দুঃস্বপ্নের শেষ সীমানায়
চমকে ঘুম ভেঙে যায়
জেগে দেখি তুমি পাশে নাই
চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর
হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী
দুঃখ যেন আমারই
এক ঝিমধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত পাপের খেলায়
কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়
হতাশার আলিঙ্গনে
ঘুণ ধরা স্বপ্নগুলো
সব যেন এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা
ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা
জানি না শেষ কোথায়
এক গোলক ধাঁধায় আটকে পড়া অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি
রাতের আলোকিত নগর-প্রণয়
ভালোবাসার প্রতারণায়
পচন ধরা বিশ্বাসে, আশায়
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা
Written by: Sheikh Monirul Alam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...