Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Shusmita Anis
Shusmita Anis
Performer
Minar Rahman
Minar Rahman
Performer
COMPOSITION & LYRICS
Minar Rahman
Minar Rahman
Songwriter
Sajid Sarker
Sajid Sarker
Arranger
PRODUCTION & ENGINEERING
Sajid Sarker
Sajid Sarker
Producer

Songtexte

আর ওই রাতের আকাশে
নিভু নিভু তারা উঁকি দেয় না
আর ওই জোৎছনার আড়ালে
বিবাগী হাওয়া আমায় ডাকে না
ঘুম ভাঙা কোনো সকালে
আমার পাশে বসে
চোখের কোনে জল মুছে দিও
অনেক দূরে হারিয়ে গিয়েছি
কোথাও নেই এই আমি
কতটা পথ একাই হেঁটেছি
কোথাও নেই সেই তুমি
আকাশ জুড়ে ওই মেঘের ভাজে ভাজে
বৃষ্টির গান আজো একলা হয়ে তোমার খোঁজে
দিশেহারা দিশেহারা
স্মৃতির ভেলায় কত রং কত কথা
কত ছবি কত ব্যথা তার নেই পাহাড়া
তার নেই পাহাড়া
অনেক দূরে হারিয়ে গিয়েছি
কোথাও নেই এই আমি
কতটা পথ একাই হেঁটেছি
কোথাও নেই সেই তুমি
অনেক দূরে হারিয়ে গিয়েছি
কোথাও নেই এই আমি
কতটা পথ একাই হেঁটেছি
কোথাও নেই সেই তুমি
Written by: Minar Rahman
instagramSharePathic_arrow_out

Loading...