Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Samina Chowdhury
Samina Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Showkot Ali Emon
Showkot Ali Emon
Composer
Conventional
Conventional
Songwriter

Lyrics

ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
এক্কইবারে লই যাও আরে
আই তো রাজি
ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
এক্কইবারে লই যাও আরে
আই তো রাজি
ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
তুই শুধু আইলা গেলা
রসর রসর খতা কইলা
চিন্তা রোগর ওষুদ ন দিলা
তুই শুধু আইলা গেলা
রসর রসর কতা কইলা
চিন্তা রোগর ওষুদ ন দিলা
আর বাড়ি ছাড়ি আই
তোয়ার অঙ্গে যাইতাম চাই
এত দিনে কেনে ন নিলা
রাইতে দিনে আর পরানে
তোয়ারে খুঁজি
ও সুন্দর মানুষ, মানু রে
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
জোয়ার ভাটা বুকে লই
কর্ণফুলী জারগই
দরিয়ার প্রেমের কারণে
জোয়ার ভাটা বুকে লই
কর্ণফুলী জারগই
দরিয়ার প্রেমের কারণে
সুন্দর একখান বৌ লই
তোয়ার লাই আই বদল অই
সইপা দিছি তোয়ার চরণে
সইমু কত দুক্কের জ্বালা
দুই নয়ন বুজি
ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
এক্কইবারে লই যাও আরে
আই তো রাজি
ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
এক্কইবারে লই যাও আরে
আই তো রাজি
ও মানু রে, ও সুন্দর মানুষ
কী ছবি বানাইবা তুই
আই ন বুজি
Written by: Conventional, Showkot Ali Emon
instagramSharePathic_arrow_out

Loading...